Powered By Blogger

Monday 13 November 2017

শাহরাস্তির পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

লেখাপড়া ও খেলাধুলার প্রতিযোগিতার মাধ্যমে নিজেকে গড়ে তুলতে হবে
-------মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি
শাহরাস্তি প্রতিনিধি: শাহরাস্তির পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৩ নভেম্বর সোমবার দুপুর ২টায় বিদ্যালয় মিলনায়তনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি মুক্তিযুদ্ধার ১নং সেক্টরের সেক্টর কমান্ডার, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি টেলিকনফারেন্সেরে মাধ্যমে বক্তব্যে বলেন লেখাপড়া ও খেলাধুলার প্রতিযোগিতার মাধ্যমে নিজেকে গড়ে তুলতে হবে। পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয় ঐতিহ্যবাহী একটি বিদ্যালয়। এ বিদ্যালয়ে আমিও কিছুদিন লেখাপড়া করেছি এবং আমার পরিবারের সবাই লেখাপড়া করেছে। তোমরা সুশিক্ষিত হয়ে আগামী দিনে এদেশের নেতৃত্ব দিবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল ফয়েজের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক গৌরাঙ্গ চন্দ্র দের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা প্রসদের সভাপতি ও পৌর মেয়র হাজী আবদুল লতিফ। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা প্রসদের অভিভাবক সদস্য সাবেরা সুলতান, সুনিল চন্দ্র ও মোঃ অহিদ উল্যা, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সনজিত কুমার সরকার, সিনিয়র শিক্ষক সফিকুর রহমান, ইমাম হোসেন, আহসান উল্যা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ হানিফ পাটওয়ারী, সহকারী শিক্ষক কুহিনুর আক্তার, মোঃ হোসেন, মোঃ ফয়সাল আহমদ, মোঃ ফিরোজ আহমেদ, আয়েশা খাতুন, শেখ ফরিদসহ অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। 

রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতাসহ পেনশন প্রদানের দাবীতে শাহরাস্তি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণ দিবস কর্মবিরতি

শাহরাস্তি প্রতিনিধিঃ রাষ্ট্রীয় কোষাগার থেকে সারা দেশের পৌরসভা সমূহে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাসহ পেনশন প্রদানের দাবীতে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত পূর্ণ দিবস কর্মবিরত শাহ্রাসিত পৌরসভায় পালিত হয়। এ কর্মসূচী বাস্তবায়নের লক্ষে গতকাল ১৩ নভেম্বর সোমবার পৌরসভা প্রাঙ্গণে কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর সচিব জনাব তোফায়েল আহাম্মদ শেখ, বক্তব্য রাখেন প্রশাসনিক কর্মকর্তা জনাব মোহাম্মদ হাসান বসরী, সংগঠনের শাহরাস্তি পৌরসভা শাখার সভাপতি জনাব মোঃ সামছুল আলম ও সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম। সভায় বক্তাগণ আগামী দিনের কর্মসূচী সমূহ যথাযথ ভাবে পালনসহ চলমান আন্দোলনকে আরো বেগবান করার জন্য সকলের প্রতি উদাত্ত্ব আহবান জানান। এ সময়ে উপস্থিত ছিলেন পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মোঃ হাসানুজ্জামান, প্রধান সহকারী মোঃ নজরুল ইসলাম, হিসাব রক্ষক বাবু মানিক লাল ঘোষ, এ্যসেসর মোঃ নাসির উদ্দিন, সহকারী কর আদায়কারী মোঃ মাহবুব আলম, মোঃ সাদ্দাম হোসেন, কোষাধ্যক্ষ বাবু ছোটন চন্দ্র বিশ্বাস, কার্য সহকারী মোঃ জসীম উদ্দিন, নি¤œমান সহকারী কাম-মুদ্রাক্ষরিক মোঃ সোলাইমান, মোঃ মহসিন মিয়া, সড়ক বাতি পরিদর্শক মোঃ সাইদুর রহমান, উপ-সহকারী কর আদায়কারী নাছিমা আক্তার, কম্পিউটার অপারেটর মোঃ মাইদুল ইসলাম, ডুপ্লিকেটিং মেশিন অপারেটর মোঃ আবু সুফিয়ান, অফিস সহায়ক মোঃ কাউছার হোসেন সহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলালের সাথে শাহরাস্তি উপজেলা তাঁতীলীগের নব-নির্বাচিত সভাপতি মাসুদ আলমের শুভেচ্ছা বিনিময়। শাহরাস্তির টামটা দক্ষিন ইউ.পি তে গ্রাম আদালত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক র‌্যালি ও প্রামাণ্য চিত্র প্রদর্শন


শাহরাস্তি প্রতিনিধিঃ শাহরাস্তিতে গ্রাম আদালত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক র‌্যালি ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়েছে। ১৩ নভেম্বর সোমবার বেলা ১১টায় টামটা দক্ষিণ ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় সরকার বিভাগ বাস্তবায়িত বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প ও বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর সহযোগিতায় ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি ওয়ারুক বাজার প্রদক্ষিণ করে বিদ্যালয় মিলনায়তনে গ্রাম আদালত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক প্রামাণ্য চিত্র প্রদর্শন করে। এ সময় র‌্যালিতে উপস্থিত ছিলেন, টামটা দক্ষিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী নজরুল ইসলাম, ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম,প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, মোঃ এমরান হোসেন, ইউ. পি সদস্য রহিমা বেগম, ইউ. পি সচিব লক্ষণ চন্দ্র ,আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন গ্রাম আদালত বিষয়ক উপজেলা সমন্বয়কারী গৌতম কুমার সরকার ও ইউ.পি গ্রাম আদালত সহকারি মোঃ আরিফ হোসেন এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ সুধীজন। র‌্যালি শেষে গ্রাম আদালত সেবা বিষয় সর্ম্পকে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলালের সাথে শাহরাস্তি উপজেলা তাঁতীলীগের নব-নির্বাচিত সভাপতি মাসুদ আলমের শুভেচ্ছা বিনিময়।

শাহরাস্তি ব্যুরোঃ চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলালের সাথে বাংলাদেশ তাঁতীলীগের শাহরাস্তি উপজেলা শাখার নব-নির্বাচিত সভাপতি মোঃ মাসুদ আলম শুভেচ্ছা বিনিময় করেন। গতকাল ১৩ নভেম্বর সোমবার সাড়ে ১০টায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা তাঁতীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ পাটোয়ারী। শাহরাস্তি উপজেলা তাঁতীলীগের নব-নির্বাচিত সভাপতি মোঃ মাসুদ আলমের শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ মাইন উদ্দিন মানিক, সাংগঠনিক সম্পাদক মোঃ মজিদুল হোসেন সবুজ। শুভেচ্ছা কালে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাঁতীলীগকে সুসংগঠিত করতে ও আগামী নির্বাচনে নৌকা প্রতীককে বিজয় করার লক্ষে সকলকে কাধে কাঁধ মিলিয়ে ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে।

Friday 10 November 2017

দক্ষ পরিবহন শ্রমিক সংগঠক হিসেবে মোঃ তাজুল ইসলামকে “গোল্ড মেডেল” পদকে ভূষিত।

শাহ্‌রাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: দক্ষ পরিবহন শ্রমিক সংগঠক হিসেবেমোঃ তাজুল ইসলামকে “শেরে বাংলা গোল্ড মেডেল-২০১৭”পদকে ভূষিত হয়েছেন। ৬ নভেম্বর সোমবার শাহবাগস্থ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত এক বর্ণাট্য অনুষ্ঠানের মাধ্যমে শ্রমিক নেতা তাজুল ইসলামের হাতে “শেরে বাংলা গোল্ড মেডেল-২০১৭” পদক তুলে দেয়া হয়। ‘এশিয়ান জার্নালিষ্ট হিউম্যান রাইটস এন্ড কালচারাল ফাউন্ডেশন (এজাহিকাপ)’ কর্তৃক এই পদকের জন্য তাঁকে নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ মশিউর রহমান রাঙ্গা এমপি। শ্রমিক নেতা মোঃ তাজুল ইসলাম দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলা ট্রাক ও কভার্ড ভ্যান ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন । একজন দক্ষ পরিবহন শ্রমিক সংগঠক হিসাবে জাতীয় পর্যায়ে ইতিমধ্যে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। শ্রমিকদের স্বার্থ রক্ষায় তিনি একজন নিবেদিত প্রাণ যা ইতিমধ্যে সর্বসহলে ছড়িয়ে পড়েছে। তাঁর দক্ষ নেতৃত্বের কারণে কুমিল্লা অঞ্চলের শ্রমিকেরা আজ ঐক্যবদ্ধ । শ্রমিকদের যে কোন সুখ-দুঃখে তিনি সবার আগে শ্রমিকেদের পার্শে দাঁড়ান।  শ্রমিকদের একত্রিত রাখতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারই স্বীকৃতি স্বরূপ এবছর তাঁকে “শেরে বাংলা গোল্ড মেডেল-২০১৭” পদকের জন্য নির্বাচিত করা হয়েছে। প্রসংগত জনাব তাজুল বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেমন, কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। শ্রমিক নেতা ছাড়াও জনাব তাজুল ইসলাম একজন সফল ব্যবসায়ী হিসাবে ইতিমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। তিনি দি নিউ কুমিল্লা ট্রান্সপোর্ট এজেন্সী, দি নিউ কুমিল্লা মটরস এবং দি নিউ কুমিল্লা অটো মোবাইল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এর সত্বাধিকারী । তাঁর এই ব্যবসা প্রতিষ্ঠান সমূহ পদুয়ার বাজার, বিশ্বরোড় কুমিল্লা থেকে পরিচালিত হচ্ছে।

শাহ্‌রাস্তির হাকামতা যুব সমাজের উদ্যোগে মিনি-ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শাহ্‌রাস্তি ব্যুরোঃ মাদকে না বলুন। এ উপলক্ষে শাহ্‌রাস্তির হাকামতা যুব সমাজের উদ্যোগে মিনি-ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টায় সূচীপাড়া দক্ষিণ ইউপির হাকামতা এলাকায় এ ফাইনাল খেলা সম্পূর্ণ হয়। ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ মনছুর আহম্মদ জমাদ্দারের সভাপতিত্বে উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হাকামতা গ্রামের কৃতি সন্তান নরিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্রাস্তি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন সুমন, কেশঙ্গারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ বেলাল হোসাইন, সহকারী শিক্ষক মোঃ হুমায়ন কবির সেন্টু। অনুষ্ঠানে ধারাভাষ্য পরিচালনা করেন রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম মার্শাল। এ সময় উপস্থিত ছিলেন দলটা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র লক্ষ্মীকান্ত চক্রবর্তী, এস.এম জামাল হোসাইন, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ ইমাম হোসেন পাটওয়ারী, ছাত্রলীগ নেতা মোঃ শাহ আলম সহ ক্রীড়ামদী এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত ২টি শক্তিশালী দল অংশগ্রহণ করেন। এতে নরিংপুর একাদশকে ১ রানে হারিয়ে উঘারিয়া অষ্টগ্রাম একাদশ চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন। খেলা শেষে চ্যাম্পিয়ান ও রার্নারআপ দলের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Thursday 9 November 2017

শাহরাস্তি পৌরসভার বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন পৌর মেয়র হাজী আবদুল লতিফ

শাহরাস্তি ব্যুরোঃ শাহরাস্তি পৌরসভার তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন পৌর মেয়র হাজী আবদুল লতিফ। তিনি গতকাল বুধবার দুপুরে শাহরাস্তি পৌরসভার বিভিন্ন সড়করে উন্নয়ন কাজ পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি চলমান রাস্তার কাজের মান ও ডিজাইন সঠিকভাবে হচ্ছে কিনা তদারকি করেন। পৌরসভার ৩২টি রাস্তার মধ্যে ৫/৬টি রাস্তা পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর নূর মোহাম্মদ মোল্লা, মোঃ মনিরুল ইসলাম, সাহাব উদ্দিন, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোঃ হাসানুজ্জামান প্রমুখ। এ সময় ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ঠিকাদার বদিউল আলম, সাইফুল ইসলাম রনি, সুভাষ চন্দ্র মাধু, শাওন মজুমদার, ইব্রাহীম, মহিউদ্দিন প্রমূখ। পরিদর্শনকালে তিনি কাজের মান উন্নয়নে সন্তোষ প্রকাশ করেন।

শাহরাস্তিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪ দোকানদার থেকে জরিমানা আদায়

শাহরাস্তি ব্যুরোঃ শাহরাস্তিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪ দোকানদার থেকে জরিমানা আদায় করেছে। গতকাল মঙ্গলবার শাহরাস্তি পৌর শহর মেহার কালিবাড়ি বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্যাহ মারুফ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২টি মুদি ও ২টি ফার্মেসীতে মেয়াদ উর্ত্তীন খাওয়ার ও ঔষধ পাওয়ায় পৃথক পৃথক ভাবে ৭হাজার টাকা জরিমানা করেন এবং প্রত্যেক দোকানীকে প্রাথমিকভাবে সতর্ক করেন। যে সমস্তদোকান গুলোতে জরিমানা করা হয়েছে সে সমস্তদোকান গুলো হলো হারুন ভেরাইটিজ স্টোর- ১ হাজার, মনোরমা স্টোর- ১ হাজার, মতি মেডিকেল হল- ৩ হাজার ও মজুমদার ফার্মেসী- ২ হাজার টাকা। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই সমস্তদোকানীদের অপরাধ অনুসারে জরিমানা করে এবং তাদেরকে প্রাথমিকভাবে সর্তক করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ হাবিব উল্যাহ মারুফ।

শাহরাস্তিতে গ্রাম আদালতে বিচারিক প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ গুরুত্ব শীর্ষক কর্মশালা

শাহরাস্তি প্রতিনিধিঃ স্থানীয়ভাবে সহজে, স্বল্প খরচে, স্বল্প সময়ে এবং স্বচ্ছ প্রক্রিয়ায় বিরোধ নিষ্পত্তি করা এবং অন্যায়ের প্রতিকার লাভের জন্য তৃণমূলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের সক্ষমতা কিভাবে বৃদ্ধি করা যায় তা নিয়ে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সরকারের স্থানীয় সরকার বিভাগ, জাতিসংঘের উন্নয়ন সংস্থা-ইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ উদ্যোগে বাস্তবায়িত ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প’ -এর আর্থিক ও কারিগরি সহায়তায় স্থানীয় সহযোগী সংস্থা বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ষ্ট্রাষ্ট (ব্লাষ্ট) এ সভার আয়োজন করে। ধারাবাহিকভাবে এ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে শাহরাস্তি উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজিঁ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্যাহ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী শাম্মীনাজ আলম। কর্মশালায় মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা স্থানীয় সরকারের গ্রাম আদালত বিষয়ক ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর নিকোলাস বিশ্বাস। সভাটি সঞ্চালনা করেন গ্রাম আদালতের শাহরাস্তি উপজেলার সমন্বয়কারী গেীতম কুমার সরকার। কর্মশালায় অত্র উপজেলার ইউনিয়ন পরিষদে নির্বাচিত সংরক্ষিত আসনের সকল নারী সদস্য উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মোঃ দেলোয়ার হোসেন মিয়াজিঁ তার বক্তব্যে বলেন, গ্রাম আদালতের মাধ্যমে নারী বা পুরুষ প্রত্যেকেরই বিচার প্রাপ্তির অধিকার রয়েছে। বাড়ির কাছেই গ্রাম আদালত; গ্রাম আদালতে কম সময়ে কম খরচে বিচার পাওয়া সম্ভব; নিজের পরিচিত পরিবেশে বিচার হয় বলে নারীর জন্য নিজের সব কথা সহজে বলা যায়; নিজের পছন্দমত প্রতিনিধি নিয়োগ দেয়া যায় বলে নারী বিচার প্রার্থীগণ সহজেই গ্রাম আদালতের মাধ্যমে বিরোধ মীমাংসার সুযোগ পান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্যাহ বলেন,  গ্রাম আদালত আইন অনুযায়ী নারী বিরোধের পক্ষ হলে বা স্বার্থ জড়িত থাকলে অথবা শিশুর স্বার্থ জড়িত থাকলে সংশ্লিষ্ট পক্ষকে কমপক্ষে একজন নারী প্রতিনিধি মনোনয়ন করা বাধ্যতামূলক করা হয়েছে। তাছাড়া প্রত্যেক পক্ষ ২ জন করে যখন প্রতিনিধি নিয়োগ করে সেই প্রতিনিধি নারী বা পুরুষ যে কেউই হতে পারে। এক্ষেত্রে প্রধান বিবেচনার বিষয় হলো তিনি বিরোধের বিষয় সম্পর্কে অবগত রয়েছেন, যিনি বিচার প্রার্থীর পক্ষে আদালতে কথা বলবেন এবং যার সুবিবেচনাবোধ রয়েছে, এবং যার প্রতি আস্থা রাখা যায়। তবে খেয়াল রাখতে হবে বিচারের নামে কেউ যেন হয়রানীর শিকার না হয় সেদিকে সবাইকে দৃষ্টি রাখতে হবে। এ ব্যাপারে তিনি গ্রাম আদালতের বিচারিক প্যানেলের সকল সদস্যদের সহযোগিতা ও আন্তরিকতা কামনা করেন। কর্মশালার মূল আলোচক নিকোলাস বিশ্বাস বলেন, গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারী ও পুরুষ প্রতিনিধির অধিকার ও গুরুত্ব সমান। প্রত্যেকে প্যানেল সদস্যের ভোটের গুরুত্ব সমান। তাছাড়া নারীর স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একজন নারী প্রতিনিধি নারীর সমস্যাটি ভালো অনুধাবন করতে পারেন। 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণণের আন্তজার্তিক স্বীকৃতি উপলক্ষে শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের আনন্দ র‌্যালি

শাহরাস্তি ব্যুারোঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের আন্তজার্তিক স্বীকৃতি উপলক্ষে শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের আনন্দ র‌্যালি। প্যারিসের ইউনেস্কোর হেডকোয়াটার থেকে ইউনেস্কো কর্তৃক স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭’ই মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য (ওয়াল্ডর্স ডকুমেন্টারি হেরিটেজ) হিসেবে ঘোষণা প্রদান করেন ইউনেস্কোর মহা পরিচালক ইরিনা বোকোভা। এই স্বীকৃতি প্রাপ্তিতে সারা দেশ ব্যাপি ছাত্রলীগের আনন্দ র‌্যালির আয়োজন করা হয়। বাংলাদেশ ছাত্রলীগের শাহরাস্তি উপজেলা শাখাও এই আনন্দ র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ আয়োজন করে। শাহরাস্তি উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ ইমদাদুল হক মিলন ও সাধারণ সম্পাদক মোঃ সোহেল হোসেন এর নেতৃত্বে গত ৬ নভেম্বর সকাল ১১টায় এ আনন্দ মিছিল ও র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু করে মেহের কালীবাড়ি হয়ে ঠাকুর বাজার প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। আনন্দ র‌্যালিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্রাস্তি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, পৌর আওয়ামীলীগের আহ্বায়ক ও পৌর মেয়র হাজী আবদুল লতিফ, উপজেলা আওয়ামীলীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড.এম. আনোয়ার, উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ তোফায়েল আহম্মদ ইরান। শাহ্রাস্তি উপজেলা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহফুজুল কবির। সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ ইমদাদুল হক মিলন, উপস্থাপনা করেন সাধারণ সম্পাদক মোঃ সোহেল হোসেন। সভায় সভাপতির বক্তব্যে বলেন বিএনপি জামাত যদি স্বাধীন বাংলার স্থপতি স্বাধীনতার ঘোষক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের স্বাধীনতার ঘোষণা নিয়ে কোন ধরনের ইতিহাস বিকৃতি করার চেষ্টা করে তাহলে ভবিষ্যতে রাজপথে ছাত্রলীগ তাদের দাঁত ভাঙ্গা জবাব দিবে। সাথে সাথে ইউনেস্কোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আনন্দ র‌্যালিতে অংশ গ্রহণ করেন শাহরাস্তি উপজেলার পৌর, ১০টি ইউনিয়ন ও ৩টি কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকলে কাঁধে কাঁধে মিলিয়ে উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে আগামী দিনের সকল আন্দোলন সংগামে মাঠে কাজ করবে এই প্রত্যাশা ব্যক্ত করা হয় এবং উপজেলা ছাত্রলীগকে নিয়ে কোন ধরনের নোংরামি করা হলে পৌর, ১০টি ইউনিয়ন ও ৩টি কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ স্ব-স্ব অবস্থান থেকে দাঁত ভাঙ্গা জবাব দিবে বলে বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

Saturday 4 November 2017

শাহরাস্তি পৌরসভার বিভিন্ন সড়কের উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন পরিচালক মোঃ বজলুর রশিদ

শাহরাস্তি ব্যুারোঃ শাহরাস্তি পৌরসভার তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পের আওতায় বিভিন্ন রাস্তার উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন। গত বৃহস্পতিবার দুপুরে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগ কর্তৃক, শাহরাস্তি পৌরসভার বিভিন্ন উন্নয়ন মূলক কাজে এ পরিদর্শনে আসেন। পরিদর্শনে আসেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক মোঃ বজলুর রশিদ। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্ত মোহাম্মদ হাবিব উল্যাহ মারুফ। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মোঃ বাহার উদ্দিন বাহার, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোঃ হাসানুজ্জামান প্রমুখ। ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বদিউল আলম, সাইফুল ইসলাম রনি, সুভাষ চন্দ্র মাধু, মহিউদ্দিন, শাওন মজুমদার, ইব্রাহীম প্রমুখ। পরিদর্শণ কালে তিনি পৌরসভার ৩২টি সড়কের উন্নয়ন কাজের মধ্যে ১০/১২টি সড়ক পরিদর্শন করেন। তিনি কাজের গুণগত মান ও টেকসই সম্পর্কে আলোচনা ও কাজের সন্তোষ প্রকাশ করেন।

শাহরাস্তি পৌরসভার বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী

হরাস্তি পৌরসভার তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প পরিদর্শন করেছেন উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাকির হোসেন। তিনি গত সোমবার দুপুরে শাহরাস্তি পৌরসভার বিভিন্ন সড়করে উন্নয়ন কাজ পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি চলমান রাস্তার কাজের মান ও ডিজাইন সঠিকভাবে হচ্ছে কিনা তদারকি করেন। পৌরসভার ৩২টি রাস্তার মধ্যে ১২/১৩টি রাস্তা পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন শাহরাস্তির পৌর প্যানেল মেয়র মোঃ বাহার উদ্দিন বাহার, কাউন্সিলর মনিরুল ইসলাম, মোহাম্মদ হোসেন, সাহাব উদ্দিন, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোঃ হাসানুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী (ইউজিআইআইপি-৩) মোঃ নাসিরুজ্জামান। এ সময় ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ঠিকাদার বদিউল আলম, সাইফুল ইসলাম রনি, সুভাষ চন্দ্র মাধু, শাওন মজুমদার, ইব্রাহীম, মহিউদ্দিন প্রমূখ।

শাহরাস্তির মেহের দক্ষিণ ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের সমাবেশ দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে নারীদেরকে সকল কাজে এগিয়ে আসতে হবে ---------------------সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি

দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে বর্তমান আওয়ামীলীগ সরকারের বিকল্প নাই। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি উন্নয়ন কর্মকান্ডে মহিলাদের সম্পৃক্ত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছেন। প্রতিটি উন্নয়নে নারী-পুরুষ সমান চোখে দেখা হচ্ছে। পুরুষের পাশাপাশি নারীরা দেশ ও সমাজের বিভিন্ন উন্নয়ন মূলক কাজে অংশ গ্রহন নিশ্চিত করছে। এছাড়া বর্তমান প্রধানমন্ত্রী নারী শিক্ষার বাস্তবায়ন, বিধবা-বয়স্ক-প্রতিবন্ধি-মাতৃত্বকালীন, স্বামী পরিত্যাক্ত ভাতা সহ বিভিন্ন সুবিধা গ্রহন করেছেন মহিলাদের জন্য। তাই পুরুষের পাশাপাশি প্রতিটি নারীকে সমাজের সকল ক্ষেত্রে অংশীদারিত্ব নিশ্চিত করে আগামী জাতি সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। গতকাল ২ নভেম্বর বৃহস্পতিবার  বিকেলে শাহরাস্তি উপজেলার মেহার দক্ষিন ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মহিলা আওয়ামীলীগের সমাবেশে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন আওয়ামীলীগ সরকার যখন ক্ষমতায় আসে তখন দেশের উন্নয়নের জোয়ার বইতে থাকে। ডাকাতিয়া নদীর উপর বর্তমান সরকার এক এক করে ৮টি ব্রীজ নির্মান করেছে। যেন দক্ষিণাঞ্চলের জনসাধারণ ও স্কুল কলেজের পড়–য়া ছাত্র-ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বর্তমান সরকার এই ব্রীজ গুলি কোটি কোটি টাকা ব্যয় করে নির্মান করেছে। তাই দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে নৌকার বিকল্প নাই।
ইউপি আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ সফি আহম্মদ মিন্টুর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগ ও ইউপি সদস্য মোঃ মফিজুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেল, আইন বিষয়ক সম্পাদক হাজী এডভোকেট ইলিয়াছ মিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবদুল মান্নান বেপারী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, হাজী আবু ইউছুফ, আবু তাহের  ফরাজী, মোঃ কোরবান আলী, মোঃ রুহুল আমিন, মোঃ মোস্তফা গাজী, ও মাসুদ আলম সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি/সম্পাদক ও মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শাহরাস্তি পৌরসভার চলমান উন্নয়ন কাজ পরিকল্পনা মন্ত্রনালয়ের আইএমইডি পরিদর্শন ॥

শাহরাস্তি পৌরসভার তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ  (সেক্টর) প্রকল্প পরিদর্শন করেছেন পরিকল্পনা মন্ত্রনালয়ের অধীন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক বজলুর রশিদ, সহকারী পরিচালক আরিফুল ইসলাম। গতকাল বুধবার দুপুরে শাহরাস্তি পৌরসভার বিভিন্ন সড়করে এ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন শাহরাস্তির পৌর মেয়র হাজী আঃ লতিফ, উপজেলা প্রকৌশলী রেজওয়ানুর রহমান, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোঃ হাসানুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী (ইউজিআইআইপি-৩) মোঃ নাসির উদ্দিন। এ সময় তারা চলমান ৬ টি সড়কের পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এ সময় ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ঠিকাদার বদিউল আলম, সাইফুল ইসলাম রনি, সুভাষ চন্দ্র মাধু প্রমূখ।

শাহরাস্তিতে অগ্রাধিকার ভিত্তিক আশ্রয়ণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ

শাহরাস্তিতে অগ্রাধিকার ভিত্তিক আশ্রয়ণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তিতে সরকারের অগ্রাধিকার ভ...