Powered By Blogger

Sunday 25 November 2018

চাঁদপুর ৫টি আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী অপরিবর্তিত
সুমন বিশ্বাসঃ চাঁদপুর জেলায় ৫টি আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী অপরিবর্তিত রয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে  চুরান্তভাবে পুরাতনরাই পুনরায় আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী হিসাবে থাকছেন বলে জানা গেছে। আওয়ামীলীগের সভানেএীর লিখিত স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ মনোয়ন কনফার্ম করা হয়েছে। এক্ষেত্রে সকল জল্পনা  কল্পনার অবসান হল।  নৌকার প্রতিক হিসাবে নতুনদের দৌড়ঝঁাফ শেষে  মনোয়ন  নিচ্চিত করা হয়েছে পুরাতনদেরই।  যারা প্রত্যকেই বর্তমান সংসদ সদস্য হিসাবে আছেন।  এতে চাঁদপুর( কচুয়া -১) মহিউদ্দিন খান আলমগীর,চাঁদপুর( ফরিদগঞ্জ- ৪) ডঃ শামছুল হক ,চাঁদপুর (মতলব উঃ দঃ-২) মোফাজ্জল হোসেন  চৌধুরী মায়া বীর বিক্রম , চাঁদপুর (সদর - হাইমচর-৩) ডাঃ দিপু মনি এবং চাঁদপুর (হাজীগঞ্জ-শাহরাস্তি -৫) আসন থেকে মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম আওয়ামীলীগের নৌকা মার্কার  মনোয়ন পেয়েছেন।

চাঁদপুর হাজীগঞ্জ শাহরাস্তি (৫) আসন থেকে এবার ৪র্থ বারের মত আওয়ামীলীগ এর মনোনীত প্রার্থী হলেন মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম


চাঁদপুর হাজীগঞ্জ শাহরাস্তি (৫) আসন থেকে এবার ৪র্থ বারের মত আওয়ামীলীগ এর মনোনীত প্রার্থী হলেন মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম।

Wednesday 21 November 2018

এমপি না হতেই ব্যাপক উন্নয়ন সাধন করছেন সুজিত রায় নন্দী
সুমন বিশ্বাস  : চাঁদপুর ৩ আসন থেকে নৌকা মার্কায় মনোনয়ন প্রত্যাশী  আওয়ামীলীগের ক্রান ও  সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দীর তঁার নিজ এলাকায় এমপি না হতেই ব্যাপক উন্নয়ন সাধন করেছেন। এতে ঔ এলাকার জনসাধারনের কাছে জনপ্রিয়তা পেয়েছেন অতিসহজে।  তিনি গরীব, অসহায়দের মাঝে ক্রান সামগ্রী, বস্র বিতরন করে সহযোগীতার হাত বাড়িয়েছেন। মসজিদ, মন্দির, স্কুল, কলেজ ও মাদ্রাসা নির্মাণ কাজ সহ নানা কাজে জনতার স্বার্থে কাজ করেছেন সেবক হিসাবে।  তাই সেবাব্রতী হিসাবে তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে  চাঁদপুর ৩ আসনে নৌকার মাঝি হতে চান । এ বিষয়ে এলাকার ঐ আসনের জনসাধারণ জানান, নিরলস ভাবে তিনি এমপি হওয়ার আগেই আমাদেরকে বিপদে আপদে ও এলাকার নানা উন্নয়নে এগিয়ে এসেছেন।  নৌকায় মনোয়ন ফেলে বিজয়ী হয়ে এ উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন বলে প্রত্যাশা করেছেন ঐ এলাকার জনগণ।

Wednesday 14 November 2018

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনামুল্যে সারবীজ  বিতরণ করে কৃষকদের ব্যাপক উন্নয়ন সাধন করেছেন" ....উপজেলা চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিনটু  সুমন বিশ্বাস ঃ চলতি রবি ২০১৮/১৯ মৌসুমের ভুট্রা, সরিষা, বিটি বেগুন, বোরো ধান উৎপাদনের  বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার বিভিন্ন কৃষকদের মাঝে বিনামুল্যে সার, বীজ, কৃষি পণ্য বিতরন ১৪ ই নবেম্বর  বুধবার বেলা ১১টায় উপজেলা কৃষি অফিসের মাধ্যমে সম্পন্ন করা হয়। এ বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিনটু বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা  বিনামুল্যে সারবীজ ও কৃষিপণ্য বিতরণ করে কৃষকদের ব্যাপক উন্নয়ন সাধন করছেন। বর্তমান সরকার সার, বীজ, কৃষিপণ্য অর্ধেক দামে দেওয়ায় আজ কৃষকের মুখে,  ঘরে ফসল তোলোর মহাহাসি দেখা যায়।  সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিব উল্লাহ মারুফ, কৃষি কর্মকর্তা মোঃসোফায়েল হোসেন, কৃষি  সম্প্রসারণ  কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ন কবির, সাধারন সম্পাদক মোঃ মাসুদ রানা উপস্থিত ছিলেন।



Monday 12 November 2018

চাঁদপুর ৫ আসনে কেন্দ্রীয় তাঁতীলীগ নেতা মোঃহেলাল উদ্দিন মোল্লার মনোয়নপএ সংগ্রহ

                                         
সুমন বিশ্বাস : বাংলাদেশ কেন্দ্রীয় তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক  তরুন রাজনীতিবিদ মোঃ হেলাল উদ্দিন মোল্লা আওয়ামীলীগ থেকে চাঁদপুর ৫ আসন নির্বাচনী এলাকা হিসাবে  মনোয়নপএ সংগ্রহ করেন। এটি চাঁদপুর ৫ হাজীগঞ্জ- শাহরাস্তি নির্বাচনী এলাকা। আওয়ামীলীগ সভানেএীর রাজনৈতিক কার্যালয় থেকে কেন্দ্রীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উৎসব মুখর পরিবেশে মনোয়নপএ সংগ্রহ করেন। যুবদের বেকারের হাত থেকে মুক্ত করতে এবং  হাজীগঞ্জ -শাহরাস্তিবাসীর সেবা করে জননেএী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের উন্নয়নেরর ধারা অব্যাহত রাখতে  তিনি প্রার্থী হতে চান বলে আমাদের প্রতিনিধিকে জানান।

Friday 9 November 2018

চাঁদপুর ৩ আসন থেকে বাংলাদেশ আওয়ামীলীগের ক্রান ও  সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী মনোনয়নপত্র সংগ্রহ করছেন আজ।


 শাহরাস্তি বার্তা ডেস্ক ঃ চাঁদপুর ৩ আসন থেকে বাংলাদেশ আওয়ামীলীগের ক্রান ও  সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী মনোনয়নপত্র সংগ্রহ করছেন আজ। এসময় বিভিন্ন নেতাও কর্মীর মাঝে উৎসবের আমেজ দেখা গেছে।  উপস্থিত আওয়ামীলীগের সভানেএীর রাজনৈতিক কার্যালয় হতে বাবু সুজিত রায় নন্দী উপস্থিত নেতাকর্মীদের নিয়ে এ মনোয়ন সংগ্রহ করেন। চাঁদপুর সদর - হাইমচর নিয়ে চাঁদপুর ৩ আসন। তিনি নৌকা প্রতীকে একাদশ জাতীয়  সংসদ নির্বাচনে প্রার্থী হতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।


চাঁদপুর -৩ আসন থেকে বাবু সুজিত রায় নন্দীর মনোয়নপএ সংগ্রহ। 

Tuesday 6 November 2018

ভারত উপমহাদেশের মহাতীর্থস্থান মেহার কালিবাড়ীতে" শ্যামাপুজার মেলা " লাখো ভক্তের আগমন

ভারত উপমহাদেশের মহাতীর্থস্থান মেহার কালিবাড়ীতে" শ্যামাপুজার মেলা " লাখো ভক্তের আগমন  
> সুমন বিশ্বাস ঃ চাঁদপুর জেলার শাহরাস্তিতে মজ্ঞলবার থেকে ভারত উপমহাদেশের মহাতীর্থস্থান শ্রী, শ্রী মেহারকালিবাড়ীতে শ্যামাপুজা দ্বীপানিত্বা মেলা উদযাপিত হচ্ছে । প্রতি বছরের ন্যায় এবারো মাসব্যাপী  ঝাঁকজমক ও উৎসবমুখর পরিবেশে এ শ্যামাপুজা, দ্বীপানিত্বা মেলা চলবে। বাংলাদেশেরর দূর দূরান্ত থেকে সনাতন ধর্মের লাখো  লাখো ভক্তের শুভ আগমন দেখা গেছে।  মেহারকালিবাড়ীর মহাতীর্থস্থানের পরিবেশ, সুন্দর ও পাকাকরন সহ নানা আলোকসজ্জিত রুপে সাজোনো হয়েছে । হাজার,হাজার প্রদীপ বাতি জালিয়ে, ঢাকের তালে নেচে গেয়ে এ উৎসব পালন করবেন। এ কালিবাড়ী মাঠে বাহারি দোকান নিয়ে মেলার পসরা বসেছে। উৎসবকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে তীর্থ কমিটি। জাগো হিন্দু পরিষদের পক্ষ থেকে তীর্থ যাএীদের সেবায় বিনামুল্যে বিশুদ্ধ পানি বিতরন, রক্তের গ্রুপ নির্নয়, সনাতনী ধর্ম রক্ষায় লিফলেট বিতরন, মেহারকালিবাড়ী উন্নয়ন এ অনুদান সংগ্রহ সহ কালি পূজার নানা অনুষ্ঠান চলবে। উপজেলা চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিনটু, প্রাণীসম্পদ কর্মকর্তা বাবু ডাঃ দুলাল চন্দ্র ঘোষ,ওসি মোঃ শাহআলম এ মেলা পরির্দশন করেন।  আমাদের এ প্রতিনিধিকে তীর্থ কমিটির সভাপতি বাবু শ্যামলবন্দু ভট্যাচার্য্য জানান,  এটি চাঁদপুর জেলার শ্রেষ্ঠ দশর্ণীয় তীর্থস্থান যাহা ২য় কোথাও নেই।

Friday 2 November 2018

শাহরাস্তিতে  জাতীয় যুব দিবস পালিত
সুমন বিশ্বাস ঃ  শাহরাস্তিতে জাতীয় যুব দিবস ২০১৮  অত্যন্ত শান্তিপূর্ণভাবে বৃহস্পতিবার সকাল  ১০টায় পালন করা হয়েছে। যুব উন্নয়ন কর্মকর্তা মোঃসৈয়দ  ফেরদৌস আহম্মদের সভাপতিত্বে উপজেলা পরিষদের চত্তর হতে এক বর্নাঢ্য র্্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।এতে প্রধান অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিব উল্যাহ মারুফ। উপজেলা প্রকৌশলী  মোঃ রেজুয়োন হোসেন, প্রেস ক্লাব সভাপতি কাজী হুমায়ন কবির, যুব উন্নয়ন অফিসের সুপার ভাইজার মোঃ তাজুল ইসলাম, হিসাব রক্ষক আব্দুর রহিম, এছাড়া সাংবাদিক,ন্যাশনাল সার্ভিস চাকরিজীবী সদস্য  এলাকার গন্যমান্যবেক্তি উপস্থিত ছিলেন।

শাহরাস্তিতে অগ্রাধিকার ভিত্তিক আশ্রয়ণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ

শাহরাস্তিতে অগ্রাধিকার ভিত্তিক আশ্রয়ণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তিতে সরকারের অগ্রাধিকার ভ...