Powered By Blogger

Monday 22 October 2018

শাহরাস্তিতে ভাতিজা বৌয়ের মৃত্যুর খবর শুনে চাচার মৃত্যু

শাহরাস্তিতে ভাতিজা বৌয়ের মৃত্যুর খবর শুনে চাচার মৃত্যু

শাহরাস্তি -চাঁদপুর থেকে সিদ্দিকুর রহমান নয়ন

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার  টামটা দক্ষিণ ইউনিয়নের  শংকরপুর গ্রামে  ভাতিজা বৌয়ের মৃত্যুর খবর শুনে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে  একই বাড়ির চাচা শ্বশুর  মৃত্যু বরন করেন। ঘটনাটি গতকাল সোমবার ভোর সাড়ে পাঁচটায় ঘটে। একই বাড়িতে এভাবে দুজনের মৃত্যুতে এলাকাতে এক শোকের মাতম বইছে।

জানা যায়, ওই গ্রামের কোনার বাড়ির আব্দুর সাত্তারের স্ত্রী মায়া বেগম (৩০) সন্তান প্রশবকালে মারা যান। এ খবর শুনে চাচা শ্বশুর আবুল বাসার (৬৭) শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত শাহরাস্তি সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে পাঁচটায় মৃত্যুবরণ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ভাতিজা বউ মায়াকে নিজ কন্যাসমতুল স্নেহ করতেন চাচা শ্বশুর আবুল বাসার। সব সময় খোঁজ খবর রাখতেন তিনি। ঘটনার দুই দিন আআগে মাতৃত্যকালীন সমস্যায় অসুস্থ হয়ে প্রশব ব্যাথায় কাতরাচ্ছিলো মায়া। ঘটানার দিন রাতে চাচা শ্বশুর আবুল বাসার স্নেহাতীত মায়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন শুনে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন উভয়কে নিয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় আবুল বাসার মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুর খবর কানে আশার কিছুক্ষন পর মায়া বেগম মৃত্যুবরন করেন।
ওই দিন বাদ আছর উভয়কে পারিবারিক কবরস্থানে সমাধীস্থ করা হয়।

শাহরাস্তিতে অগ্রাধিকার ভিত্তিক আশ্রয়ণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ

শাহরাস্তিতে অগ্রাধিকার ভিত্তিক আশ্রয়ণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তিতে সরকারের অগ্রাধিকার ভ...