Powered By Blogger

Saturday 5 January 2019

শ্রী শ্রী মেহার কালীবাড়িতে চলছে দশ মহাবিদ্যা পূজা

শ্রী শ্রী মেহার কালীবাড়িতে চলছে দশ মহাবিদ্যা পূজা
লছে দশ মহাবিদ্যা পূজা। কথিত আছে, এই পূণ্যতীর্থে মা কালী তাঁর দশ রুপের দেখা দেন সিদ্ধপুরুষ সর্ব্বানন্দ ঠাকুরকে, যা পৃথিবীর ইতিহাসে একমাত্র স্থান যেখানে দশ রুপের দর্শন পাওয়া গিয়েছিলো৷ সেই পরম্পরায় দশ মহাবিদ্যা পূজা হয়ে আসছে, যেখানে মায়ের দশ রুপের আলাদা আলাদা পূজা করা হয়।

কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী
ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা।।
বগলা সিদ্ববিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা।।
এতাদশ মহাবিদ্যা সিদ্ধবিদ্যা প্রকীর্ত্তিতা।

Tuesday 1 January 2019

শাহরাস্তিতে উৎসবআমেজে নতুন বছরের বই বিতরন

সুমন বিশ্বাসঃ ইংরেজী " নববর্ষ ২০১৯ "সাল বিনামুল্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরনের মাধ্যমে বরণ করলো শাহরাস্তির উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিনটু। এসময় শিক্ষার্থীদের ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা জানান। এসময় উপজেলা সহকারী ভুমি কমিশনার লিটুস লরেন্স চিরান চেয়ারম্যান মহোদয়  সহ উৎসবমুখর পরিবেশে নিজমেহার মডেল পা: উচ্চ বিদ্যালয়ও নিজমেহার  মডেল সঃ প্রাঃ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিন ১জানুয়ারি মজ্ঞলবার সকাল ১০টায়  নতুন বই তুলে দেন। বই বিতরনের সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আহসান উল্যাহ চৌধুরী, প্রাথমিক শিক্ষা অফিসার খাজা মাঈন উদ্দিন,নিজমেহার মডেল পাঃ  উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রতন কান্তি দত্ত  নিজমেহার মডেল সঃ প্রা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো জাহাম্গীর আলম।ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল করিম তপন, সম্মানিত অভিভাবক সদ্স্য মো মিজান মোল্লা সহ শিক্ষ,, অভিভাবকগন উপস্থিত ছিলেন।

শাহরাস্তিতে অগ্রাধিকার ভিত্তিক আশ্রয়ণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ

শাহরাস্তিতে অগ্রাধিকার ভিত্তিক আশ্রয়ণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তিতে সরকারের অগ্রাধিকার ভ...