Powered By Blogger

Thursday 14 September 2017

শাহ্‌রাস্তি থানা প্রশাসনের সাথে পূজা উদযাপন কমিটির মত বিনিময়

শাহরাস্তিতে থানা প্রশাসনের সাথে পূজা উদযাপন
 কমিটির মত বিনিময়
শাহরাস্তি প্রতিনিধিঃ চাঁদপুরের শাহ্রাস্তিতে থানা প্রশাসনের সাথে উপজেলা পূজা উদযাপন কমিটির নেত্ববৃন্দের সাথে এক  মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৫টায় শাহ্রাস্তি থানা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। শাহরাস্তি উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি শ্যামল বন্ধু ভট্টাচার্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমৃত মজুমদার টুটুেনর সঞ্চালনায় মত বিনিময় সভায় উপস্থিত থেকে মত বিনিময় করেন থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) নূর হোসেন মামুন, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি এম এ আউয়াল মজুমদার, সাধারন সম্পাদক আবদুল মান্নান মোল্লা, পৌর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি নূর মোঃ মোল্লা, উপ-পরিদর্শক মাহে আলম, আবুল কালাম আযাদ, কামাল হোসেন, রফিকুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক(এএসআই) মোশারফ হোসেন, সামছুল আলম সবুজ প্রমুখ। সভায় উপজেলার ১৪টি পূজা মন্ডপে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের জন্য শাহরাস্তি থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিংয়ের সকল ধরনের সহযোগিতা প্রদানের ঘোষণা দেন। পূজা উদযাপন কমিটির নেত্ববৃন্দ জানান  উপজেলার বিভিন্ন স্থানে পুজা মন্ডপে প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। পুজা মন্ডপ গুলো হলোঃ শ্রী শ্রী মেহার কালীবাড়ী পূজা মন্ডপ, পালপাড়া পুজা মন্ডপ, পুরহিত বাড়ী পুজা মন্ডপ, নাহারা ভৌমিক বাড়ী পুজা মন্ডপ, জগবন্ধু সাধুর বাড়ি পুজা মন্ডপ, পাল বাড়ি পুজা মন্ডপ, প্রসন্নপুর পুজা মন্ডপ, নুনিয়া দত্তবাড়ি পুজা মন্ডপ, সূচীপাড়া অধিকারী বাড়ি পুজা মন্ডপ, মজুমদার বাড়ি পুজা মন্ডপ, ছিখটিয়া পুজা মন্ডপ, কুলশী ঠাকুর বাড়ি পুজা মন্ডপ ও সাহাপুর চৌধুরী বাড়ি পুজা মন্ডপ ও উপলতা ভট্টাচার্য বাড়ী।

No comments:

Post a Comment

শাহরাস্তিতে অগ্রাধিকার ভিত্তিক আশ্রয়ণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ

শাহরাস্তিতে অগ্রাধিকার ভিত্তিক আশ্রয়ণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তিতে সরকারের অগ্রাধিকার ভ...