Powered By Blogger

Sunday 17 September 2017

শাহরাস্তির ৩ গ্রামে বিদ্যুৎ সংযোগ পেল ১৮৮ জন গ্রাহক বিগত সরকারের সময় বিদ্যুৎ নামক জিনিসটি স্বপ্ন ছিল বর্তমান সরকার বিদ্যুৎ ক্ষেত্রে সম্ভাবনার ধার উন্মোচন করেছেন মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি

শাহরাস্তির ৩ গ্রামে বিদ্যুৎ সংযোগ পেল ১৮৮ জন গ্রাহক
বিগত সরকারের সময় বিদ্যুৎ নামক জিনিসটি স্বপ্ন ছিল বর্তমান সরকার বিদ্যুৎ ক্ষেত্রে সম্ভাবনার ধার উন্মোচন করেছেন
মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি
শাহরাস্তি প্রতিনিধিঃ শাহরাস্তি উপজেলার চিতোষী (পঃ) ইউনিয়নের পাথৈর, খেড়িহর ও রায়শ্রী (উঃ) ইউনিয়নের দেহেলা গ্রামে বিদ্যুৎ সংযোগের শুভ উদ্ভোধন করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর রবিবার টেলিকন্ফারেন্সের মাধ্যমে ৩ গ্রামে বিদ্যুৎ সংযোগের শুভ উদ্ভোধন করেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সরকার ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌছে দিচ্ছেন সে লক্ষে ২০১৮ সালের মধ্যে শাহরাস্তি-হাজীগঞ্জ উপজেলায় একটি ঘরও বিদ্যুৎ বিহীন থাকবে না। বিগত সরকারের সময় বিদ্যুৎ নামক জিনিসটি স্বপ্ন ছিল বর্তমান সরকার বিদ্যুৎ ক্ষেত্রে সম্ভাবনার ধার উন্মোচন করেছেন। সে লক্ষে প্রত্যন্ত অঞ্চলে ঘরে ঘরে আজ বিদ্যুতের আলো জ্বলছে। জননেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্তে রাস্তাঘাট, পুল-কালভার্ট, মানুষের জীবন মান উন্নয়ন, আর্থসামাজিক উন্নয়ন, ডিজিটাল বাংলাদেশ রূপান্তরে সারা বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে প্রসংসার দাবীদার। শুভ বিদ্যুতায়ন উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাহরাস্তি উপজেলার উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক ও পৌর মেয়র হাজী আবদুল লতিফ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, পৌর আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক আঃ মান্নান বেপারী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া, সাইফুল ইসলাম মোল্লা, চিতোষী (পঃ) ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এইচ.এম. শোয়েব দেওয়ান, রায়শ্রী (উঃ) ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেন মুশু, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মিজান, চিতোষী (পঃ) ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মীর হোসেন বাবুল, আওয়ামীলীগ নেতা রফিক আহম্মেদ ভুইয়া, আবদুল কাদের মেম্বার, মোঃ শাহজাহান, ছাত্রলীগ নেতা আবদুল কাদের প্রমুখ। শুভ বিদ্যুতায়ন উদ্ভোধনীতে পাথৈর গ্রামে ১০৫টি, খেড়িহর গ্রামে ৪১টি ও দেহেলা গ্রামে ৪২টি সংযোগ প্রদান করা হয়।

No comments:

Post a Comment

শাহরাস্তিতে অগ্রাধিকার ভিত্তিক আশ্রয়ণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ

শাহরাস্তিতে অগ্রাধিকার ভিত্তিক আশ্রয়ণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তিতে সরকারের অগ্রাধিকার ভ...