Powered By Blogger

Monday 25 September 2017

শাহরাস্তিতে ড্রেজার আতংক ॥ ফসলি জমি ও বাড়িঘর হুমকির মুখে

শাহরাস্তিতে ড্রেজার আতংক ॥ ফসলি জমি ও বাড়িঘর হুমকির মুখে
শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তিতে যত্রতত্র ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের ফলে ফসলি জমি ও বাড়িঘর হুমকির মুখে পতিত হয়েছে। এক শ্রেণির স্বার্থানেষী মহল বর্ষা মৌসুমে নিয়মনীতির তোয়াক্কা না করে অর্থের লোভে বাড়ির আশপাশ ও ফসলি জমির মাঝখানে ড্রেজার বসিয়ে বিপুল পরিমান অর্থ আদায় করে নিচ্ছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় এভাবে যত্রতত্র ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে বাড়ি তৈরি করতে দেখা গেছে। এ সকল ড্রেজার ব্যবসায়ীরা সড়কের উপর দিয়ে ড্রেজারের পাইপ বসিয়ে ও রাস্তা কেটে পথচারীদের ও যান চলাচলে বিঘœ ঘটাচ্ছে। ফসলি জমিতে ড্রেজার বসানোর ফলে জমির পলি মাটি ও গভীরতা সৃষ্টি করে পার্শ্ববর্তীর জমির গভীরের মাটি উঠিয়ে নেওয়া হচ্ছে। জমির ভূগর্ভস্থের মাটি সরে গিয়ে কিছুদিন পর ভেঙ্গেচুরে পড়ে বাড়িঘর ও গাছপালা ধ্বংসস্তুপে পরিনত হয়। ফলে কয়েক দিন পরেই ফসলি জমি গুলোতে কোন ফসলের আবাদ করা যাচ্ছে না। এছাড়া কিছু দিন পর জমির গভীরের অংশের মাটি সরে গিয়ে ভেঙ্গে ভেঙ্গে গভীরতা সৃষ্টি হয়ে চাষাবাদের অযোগ্য হয়ে পড়ে। বাড়ির পার্শ্ববর্তী স্থানে ড্রেজার বসানোর ফলে কিছুদিন পর মানুষের বাড়িঘর ও গাছপালা ভেঙ্গে পড়ে ধ্বংসস্তুপে পরিনত হয়।  এ সকল অবৈধ ড্রেজার মালিকরা প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে ডাকাতিয়া নদী ও সরকারি সম্পত্তির উপর ড্রেজার বসিয়ে মাটি কেটে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। শাহরাস্তি পৌরসভার নিজমেহার গ্রামের মজুমদার বাড়ির এলাকায় ড্রেজার বসানোর ফলে ওই বাড়ির চারপাশ ও গাছপালা ভেঙ্গে পড়ছে। একই এলাকার আবদুল রশিদের পুত্র ড্রেজার মালিক কবির হোসেন ওই এলাকার খগেন্দ্র মজুমাদেরর পুত্র ইন্দ্রজিত মজুমদারে কাছ থেকে মাটি ক্রয় করে উপজেলা সদরে মোঃ সফিকুর রহমানের গভীর জমি ভরাট করা হচ্ছে। এছাড়া চিতোষী পূর্ব ইউনিয়নের চান্দল, চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী, সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের ফেরুয়া, সূচীপাড়া উত্তর ইউনিয়নের চাঁদপুর, মেহের উত্তর ইউনিয়নের কাঁকৈরতলা বাজার এলাকা, মেহের দক্ষিণ ইউনিয়নের বিষারা, টামটা উত্তর ইউনিয়নের বলশিদ, টামটা দক্ষিণ ইউনিয়নের সুরসই, রায়শ্রী উত্তর ইউনিয়নের উনকিলা ও রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের খিলাবাজার সড়কের উপর দিয়ে ড্রেজারের পাইপ বসিয়ে জনগণের যান চলাচলে বিঘœ ঘটাচ্ছে। এছাড়াও ওই সকল এলাকায় বিভিন্ন গ্রামগুলোতে ড্রেজার বসিয়ে ফসলি জমি, বাড়িঘর, গাছপালা ব্যাপক ক্ষতিসাধন করা হচ্ছে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোফায়েল হোসেন জানান, ড্রেজার দিয়ে ফসলি জমিতে মাটি উত্তোলন সম্পূর্ণ বেআইনী। আমরা মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এ সকল অবৈধ ব্যবসায়ীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে। আমরা তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠিন আইনি ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে কয়েকজন ড্রেজার মালিকের সাথে ফোনে আলাপের চেষ্টা করা হলেও তারা কথা বলতে রাজি হয়নি। স্থানীয়রা জানায় নিয়মনীতি তোয়াক্কা না করে এভাবে যত্রতত্র ড্রেজার বসিয়ে মাটি কাটা হলে কিছু দিন পর ফসলি জমি বিলীন হয়ে যাবে। স্থানীয় প্রশাসন এখন থেকে প্রয়োজনীয় ব্যবস্থা না করলে ভবিষ্যতে আমাদের এর জন্য চরম মূল্য দিতে হবে। স্থানীয়রা সংশ্লিষ্ট প্রশাসনকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে আহবান জানান।

No comments:

Post a Comment

শাহরাস্তিতে অগ্রাধিকার ভিত্তিক আশ্রয়ণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ

শাহরাস্তিতে অগ্রাধিকার ভিত্তিক আশ্রয়ণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তিতে সরকারের অগ্রাধিকার ভ...