Powered By Blogger

Tuesday 26 September 2017

চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির কার্যকরী কমিটির মিলাদ মাহফিল ও পরিচিতি সভা

চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির কার্যকরী কমিটির মিলাদ মাহফিল ও পরিচিতি সভা
শাহরাস্তি প্রতিনিধিঃ চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতি-১৮৭৮ এর নবগঠিত কার্যকরী কমিটির মিলাদ মাহফিল ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৪টায় মালিক সমিতির প্রধান কার্যালয় শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা হাজী তালুকদার সুপার মার্কেটে এ পরিচিতি সভা, মিলাদ মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্টিত হয়। নবগঠিত চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল ইসলাম সুমনের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  নবগঠিত কার্যকরী কমিটির সদস্যরা হচ্ছেন- সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদার, কার্যকরী সভাপতি মোঃ লিটন মোল্লা, সহ-সভাপতি ইমান হোসেন, সহ-সভাপতি একেএম নজরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ মঞ্জুর আলম, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল ইসলাম সুমন, যুগ্ম-সম্পাদক কায়কোবাদ আজাদ, কোষাধ্যক্ষ আকবর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াসিম, প্রচার সম্পাদক মোঃ শাহ আলম, দপ্তর সম্পাদক মোঃ হারুন মজুমদার, কার্যকরী সদস্য হাজী মোঃ আবুল কালাম ও মোঃ আবুল হোসেন বেপারী। এছাড়াও ২জন উপদেষ্টা নিয়োগ করা হয়েছে তারা হলেন- মোঃ দ্বীন ইসলাম ও মোঃ কামাল হোসেন। নবগঠিত কমিটির সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদার কার্যকরী কমিটির সকল সদস্যকে একে একে পরিচয় করিয়ে দেন। পরিচিতি সভার পূর্বে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া  পরিচালনা করেন মাওঃ মোঃ আল আমিন। পরিচিতি সভা শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নবগঠিত কমিটির সভাপতি আবুল হোসেন মজুমদার জানান সভায় সকল সদস্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, যে সমস্ত সিএনজি মালিক গণের বিগত দিনের সিএনজি চুরি হয়েছে থানায় জিডি করেছেন অর্থাভাবে মামলা পরিচালনা করতে পারছেনা সে সমস্ত মালিকদের পক্ষে সিএনজি মালিক সমিতি মামলা পরিচালনা করিবেন। এছাড়া যে মালিকগণ সিএনজি চুরি হওয়ার পরও থানায় জিডি বা অভিযোগ করেননি তাদের পক্ষে মালিক সমিতি মামলা করে মামলা পরিচালনা করবেন। আরো সিদ্ধান্ত গৃহীত হয় যে মালিক সমিতির কিংবা সিএনজি ষ্ট্যান্ডের কোন কর্মী মাদক সেবন, বিক্রি বা তার সাথে জড়িত থাকেন তাদেরকে তাৎক্ষণিক বহিষ্কারসহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। পরিচিতি সভায় উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, জেলা শ্রমিক ইউনিয়ন ও সড়ক পরিবহন ১২২০ এর সাধারণ সম্পাদক আনোয়ার মুন্সী, ২৫০৩ এর সভাপতি শাহরিয়ার হোসেন ওমর ফারুক, সাধারণ সম্পাদক সেলিম গাজীসহ জেলার ৮টি উপজেলার বিভিন্ন ষ্ট্যান্ড কমিটির সভাপতি/সম্পাদকসহ সিএনজি মালিক ও শ্রমিকগণ উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment

শাহরাস্তিতে অগ্রাধিকার ভিত্তিক আশ্রয়ণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ

শাহরাস্তিতে অগ্রাধিকার ভিত্তিক আশ্রয়ণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তিতে সরকারের অগ্রাধিকার ভ...