Powered By Blogger

Sunday 1 October 2017

শাহরাস্তি পৌরসভার ৩২টি রাস্তার উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

শাহরাস্তি পৌরসভার ৩২টি রাস্তার উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন
আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে দেশে দৃশ্যমান উন্নয়ন হয়েছে
---------মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি
আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে দেশে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। সমালোচনা করে নয় একে অন্যের পরিপূরক হয়ে আধুনিক সমাজ গঠনে কাজ করতে হবে। অতিতে বহু সরকার ক্ষমতায় ছিলো যারা নিজেদের ভোগ বিলাসে ব্যস্ত থাকায় দেশে চোখে পড়ার মতো তেমন কোন উন্নয়ন হয়নি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের জনগনের কথা ভাবেন। তাই যখনই ক্ষমতায় আসেন দেশের উন্নয়ন হয়। আজকে শাহরাস্তি পৌরসভায় কোটি কোটি টাকার উন্নয়ন কাজ হচ্ছে। একসময় পৌরসভা গঠনের লক্ষ্যে অনেকেই আপত্তি জানিয়েছেন। আজকে পৌরসভা গঠিত হয়ে প্রথম শ্রেণিতে উন্নীত হয়েছে। পৌরবাসী একের পর এক উন্নয়নের সুবিধা ভোগ করছে। শিঘ্রই বিশুদ্ধ পানির জন্য পাওয়ার প্ল্যান্ট ট্রিটমেন্টের মাধ্যমে পৌর নাগরিকরা আর্সেনিক মুক্ত পানির সুবিধা ভোগ করতে সক্ষম হবেন। সকল কিছুই সম্ভব হচ্ছে সরকারের উন্নয়নমুখি মনোভাবের কারনে। তাই বিপথগামী না হয়ে দেশে এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে পুনরায় নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। ৩০ সেপ্টেম্বর শনিবার সকালে শাহরাস্তি পৌরসভা কর্তৃক আয়োজিত তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের আওতায় পৌরসভার ৩২টি রাস্তার উন্নয়ন, পুনর্বাসন ও মেরামত কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম উপরোক্ত কথাগুলো বলেন।পৌর মেয়র আলহাজ্ব আবদুল লতিফের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্যাহ মারুফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদ উল্যাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু। পৌর প্যানেল মেয়র বাহার উদ্দিন বাহার ও সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল কবিরের যৌথ সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, প্রকৌশলী হাসানুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খোকন সরকার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গির মোহাম্মদ আদেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আবদুল মান্নান মোল্লা, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন পাটোয়ারী, ইউপি চেয়ারম্যান মোঃ মনির হোসেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আল মামুন, আবদুল মান্নান বেপারী, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, পৌরসভার সকল কাউন্সিলর, মহিলা কাউন্সিলর সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার সুধিজন। জানা যায়, এ প্রকল্পের মাধ্যমে পৌরসভার ২৭,৭০১ মিটার (৩২টি) রাস্তার উন্নয়ন, পুনর্বাসন ও মেরামত করা হবে। যার প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ১ লক্ষ ১২ হাজার ৯শ ৫৯ টাকা। 

No comments:

Post a Comment

শাহরাস্তিতে অগ্রাধিকার ভিত্তিক আশ্রয়ণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ

শাহরাস্তিতে অগ্রাধিকার ভিত্তিক আশ্রয়ণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তিতে সরকারের অগ্রাধিকার ভ...