Powered By Blogger

Saturday 28 October 2017

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে শাহরাস্তিতে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

শাহরাস্তিতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৮ অক্টোবর শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে মেহার কালীবাড়ি হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসোন মিয়াজী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের সমাজে যে সকল অন্যায়-অবিচার সংগঠিত হয় কমিউনিটি পুলিশের সদস্যরা একটু সু-নজর ও দায়িত্ব নিয়ে কাজ করলে সকল ধরণের অপরাধ নিমূর্ল করা সম্ভব। আমাদের সমাজে আজ মাদক ঘরে ঘরে পৌছে গেছে, কমিউনিটি পুলিশের সদস্যরা দায়িত্ব নিয়ে কাজ করলে তাও নিমূর্ল করা সম্ভব। ইভটিজিং ও বাল্য বিবাহ আমাদের সমাজে আজ সামাজিক ব্যাধি হিসেবে চিহ্নিত হয়েছে। পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশিং সদস্যদের সেজন্য সৎ, ন্যায়-নিষ্ঠা, আন্তরিক ও দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। আমরা চাই এ সামাজিক ব্যাধিগুলো আমাদের রাষ্ট্র ও সমাজ থেকে চিরতরে নির্মূল হয়ে যাক। শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্যাহ মারুফ, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি অধ্যক্ষ এম.এ. আউয়াল মজুমদার, সাধারণ সম্পাদক আবদুল মান্নান মোল্লা, পৌর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও কাউন্সিলর নুর মোহাম্মদ মোল্লা, সাধারণ সম্পাদক হাজী আনোয়ার হোসেন মিয়াজী নূর। শাহরাস্তি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নূর হোসেন মামুনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সহকারী কমান্ডার (দপ্তর) মোঃ শাহজাহান পাটোয়ারী, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ অহিদুর রহমান, শাহরাস্তি প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, টামটা দক্ষিণ কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি উপাধ্যক্ষ মোঃ ফখরুল ইসলাম, করফুলেন্নেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক একেএম মাহবুবুল আলম, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান পরিষদের সভাপতি শ্যামল বন্ধু ভট্টাচার্য, সূচীপাড়া দক্ষিণ ইউপির সভাপতি গোলাম মোস্তফা, রায়শ্রী উত্তর সভাপতি মোশারফ হোসেন মুশু, চিতোষী পূর্ব  সভাপতি মোঃ আবুল হোসেন, উপজেলা শ্রমিক কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মোঃ কামাল হোসেন, সূচীপাড়া উত্তর ইউপির সভাপতি মোঃ সেলিম খান,  রায়শ্রী দক্ষিণের সভাপতি ডাঃ নিমাই চন্দ্র পাল, চিতোষী পশ্চিম ইউপির সভাপতি মোশারফ হোসান মুশু, পৌর কাউন্সির মোঃ কাজী আঃ কুদ্দুছ রানা, শাহবুদ্দিন আলম, নাজির হোসেন  পাটোয়ারী, আবুল হোসেন, মহিলা কাউন্সিলর রাবেয়া আক্তার, কামরুন্নাহার, মমতাজ বেগম, ছকিনা বেগম প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় ছিলেন, খিলাবাজার ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মুন্সী আসফাকুল ইসলাস, শাহরাস্তি থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মিজানুর রহমান, এইচএম মাহে আলম, মোঃ কামাল হোসেন, মোঃ নজরুল ইসলাম, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ কুতুব উদ্দিন লিয়ন খান, মোঃ রফিকুল ইসলাম। সভায় কমিউনিটি পুলিশিংয়ের ১০টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি/সম্পাদক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে সকাল সাড়ে ১০টায় উপজেলা কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে উপজেলার ৪টি কলেজ ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বর্ণাঢ্য র‌্যালীতে অংশ নেয়। বাদক দল ও ব্যান্ড পার্টি বাদ্য বাজিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

No comments:

Post a Comment

শাহরাস্তিতে অগ্রাধিকার ভিত্তিক আশ্রয়ণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ

শাহরাস্তিতে অগ্রাধিকার ভিত্তিক আশ্রয়ণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তিতে সরকারের অগ্রাধিকার ভ...