Powered By Blogger

Tuesday 3 October 2017

শাহরাস্তিতে স্ত্রীর স্বীকৃতি পেতে স্কুল ছাত্রীর শ্বশুড় বাড়িতে অবস্থান

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তিতে স্ত্রীর স্বীকৃতি পেতে এক স্কুল ছাত্রী শ্বশুর বাড়িতে অবস্থান নিয়েছে। গত রোববার উপজেলার রায়শ্রী উত্তর ইউপি’র আনন্দপুর গ্রামের মাইজের (মিস্ত্রী) বাড়িতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত সালমা ও স্থানীয়রা জানায়, ২০১৬ সালের ডিসেম্বর মাসে কোরবান আলীর (৬০) পুত্র আরিফ হোসেন (২৩) পার্শ্ববর্তী দহশ্রী গ্রামের হাজী বাড়িতে একটি হলুদের অনুষ্ঠানে যায়। সেখানে ওই বাড়ির আঃ মমিনের (৫৫) মেয়ে সালমার (১৮) সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের প্রথম দেখায় দু’জনার মনের আদান প্রদানের সাথে মুঠোফোনের নাম্বার বিনিময় হয় । পরিচয়ের ৩ মাস না যেতে আরিফ সালমাকে বিয়ের জন্য চাপ দেয়। ওই হিসেবে গত ৭ মাস পূর্বে আরিফ সালমাকে বিয়ের কথা বলে পার্শ্ববর্তী হাজিগঞ্জ উপজেলায় নিয়ে জনৈক ব্যক্তিদের সামনে একটি সাদা কাগজে স্বাক্ষর নিয়ে বিয়ের কাজ শেষের দাবী করেন। ওই সময় সালমাকে আপাতত বিয়ের কথা গোপন রাখতে বলে। এভাবে পথ চলতে গিয়ে সম্প্রতি সালমার জন্য কচুয়া উপজেলা থেকে একটি বিয়ের প্রস্তাব আসে। আরিফ আর সালমা মিলে সে বিয়ে ভেঙ্গে দেয়। কিছুদিন যেতে সালমার মা জোবেদা খাতুন (৪৫), বাবা মমিন বিষয়টি টের পেয়ে সালমার মুঠোফোন ভেঙ্গে দেয় । এতে কিছুদিনের জন্য দু’জনার যোগাযোগ বিছিন্ন হয়ে যায়। সম্প্রতি আরিফ যোগাযোগ স্থাপনে ব্যর্থ হয়ে সালমার সঙ্গে অতিতের সকল স্মৃতি অডিও ভিডিত্ত শেয়ারইট, হোয়াটসআপ, ইমু সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এলাকায় ছড়িয়ে দেয়। এ সংবাদ পেয়ে সালমার বাবা মা তাকে প্রহার করে বাড়ি থেকে বিতাড়িত করে। সালমা কোথাও কোন কুল কিনারা না দেখে রোববার সকালে আরিফের মুঠোফোনে (০১৭৯৫-০৬৭৯৫৫) ফোনদেয়। আরিফ তাঁকে তাদের বাড়িতে আসতে বলে । সালমা স্ত্রীর অধিকারের দাবীতে আরিফের ঘরের সামনে বিষের বোতল নিয়ে অবস্থান নেয়। ওই সময় সে দাবী করেন, হয় শ্বশুর বাড়িতে বউয়ের অধিকার না হয় খাবে বিষ। এ কথা যেনে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যা রাহেলা বেগম (৩৫) উপস্থিত হয়ে তার থেকে বিষের বোতল কেড়ে নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে ঘটনা অবহিত করে। পরে স্থানীয় ৫ নং ওয়ার্ড সদস্য নিজাম উদ্দিন মিজান ও খিলাবাজার পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মুন্সী আসফাকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনার স্থলে উপস্থিত হন। তারা সংশ্লিষ্ট ইউপি সদস্যের উপস্থিতিতে সালমার পিতার জিম্মায় তাকে সপোর্দ করে। এদিকে আরিফের মা আয়েশা বেগম (৪৫) জানান, আমার ছেলে আরিফ গত দু সপ্তাহ ধরে বাড়িতে নেই।এদিকে সালমার স্বজনরা জানান, সে নাওড়া পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছিলো।

No comments:

Post a Comment

শাহরাস্তিতে অগ্রাধিকার ভিত্তিক আশ্রয়ণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ

শাহরাস্তিতে অগ্রাধিকার ভিত্তিক আশ্রয়ণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তিতে সরকারের অগ্রাধিকার ভ...