Powered By Blogger

Monday 13 November 2017

শাহরাস্তির পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

লেখাপড়া ও খেলাধুলার প্রতিযোগিতার মাধ্যমে নিজেকে গড়ে তুলতে হবে
-------মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি
শাহরাস্তি প্রতিনিধি: শাহরাস্তির পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৩ নভেম্বর সোমবার দুপুর ২টায় বিদ্যালয় মিলনায়তনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি মুক্তিযুদ্ধার ১নং সেক্টরের সেক্টর কমান্ডার, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি টেলিকনফারেন্সেরে মাধ্যমে বক্তব্যে বলেন লেখাপড়া ও খেলাধুলার প্রতিযোগিতার মাধ্যমে নিজেকে গড়ে তুলতে হবে। পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয় ঐতিহ্যবাহী একটি বিদ্যালয়। এ বিদ্যালয়ে আমিও কিছুদিন লেখাপড়া করেছি এবং আমার পরিবারের সবাই লেখাপড়া করেছে। তোমরা সুশিক্ষিত হয়ে আগামী দিনে এদেশের নেতৃত্ব দিবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল ফয়েজের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক গৌরাঙ্গ চন্দ্র দের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা প্রসদের সভাপতি ও পৌর মেয়র হাজী আবদুল লতিফ। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা প্রসদের অভিভাবক সদস্য সাবেরা সুলতান, সুনিল চন্দ্র ও মোঃ অহিদ উল্যা, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সনজিত কুমার সরকার, সিনিয়র শিক্ষক সফিকুর রহমান, ইমাম হোসেন, আহসান উল্যা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ হানিফ পাটওয়ারী, সহকারী শিক্ষক কুহিনুর আক্তার, মোঃ হোসেন, মোঃ ফয়সাল আহমদ, মোঃ ফিরোজ আহমেদ, আয়েশা খাতুন, শেখ ফরিদসহ অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। 

No comments:

Post a Comment

শাহরাস্তিতে অগ্রাধিকার ভিত্তিক আশ্রয়ণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ

শাহরাস্তিতে অগ্রাধিকার ভিত্তিক আশ্রয়ণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তিতে সরকারের অগ্রাধিকার ভ...