Powered By Blogger

Friday 10 November 2017

দক্ষ পরিবহন শ্রমিক সংগঠক হিসেবে মোঃ তাজুল ইসলামকে “গোল্ড মেডেল” পদকে ভূষিত।

শাহ্‌রাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: দক্ষ পরিবহন শ্রমিক সংগঠক হিসেবেমোঃ তাজুল ইসলামকে “শেরে বাংলা গোল্ড মেডেল-২০১৭”পদকে ভূষিত হয়েছেন। ৬ নভেম্বর সোমবার শাহবাগস্থ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত এক বর্ণাট্য অনুষ্ঠানের মাধ্যমে শ্রমিক নেতা তাজুল ইসলামের হাতে “শেরে বাংলা গোল্ড মেডেল-২০১৭” পদক তুলে দেয়া হয়। ‘এশিয়ান জার্নালিষ্ট হিউম্যান রাইটস এন্ড কালচারাল ফাউন্ডেশন (এজাহিকাপ)’ কর্তৃক এই পদকের জন্য তাঁকে নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ মশিউর রহমান রাঙ্গা এমপি। শ্রমিক নেতা মোঃ তাজুল ইসলাম দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলা ট্রাক ও কভার্ড ভ্যান ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন । একজন দক্ষ পরিবহন শ্রমিক সংগঠক হিসাবে জাতীয় পর্যায়ে ইতিমধ্যে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। শ্রমিকদের স্বার্থ রক্ষায় তিনি একজন নিবেদিত প্রাণ যা ইতিমধ্যে সর্বসহলে ছড়িয়ে পড়েছে। তাঁর দক্ষ নেতৃত্বের কারণে কুমিল্লা অঞ্চলের শ্রমিকেরা আজ ঐক্যবদ্ধ । শ্রমিকদের যে কোন সুখ-দুঃখে তিনি সবার আগে শ্রমিকেদের পার্শে দাঁড়ান।  শ্রমিকদের একত্রিত রাখতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারই স্বীকৃতি স্বরূপ এবছর তাঁকে “শেরে বাংলা গোল্ড মেডেল-২০১৭” পদকের জন্য নির্বাচিত করা হয়েছে। প্রসংগত জনাব তাজুল বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেমন, কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। শ্রমিক নেতা ছাড়াও জনাব তাজুল ইসলাম একজন সফল ব্যবসায়ী হিসাবে ইতিমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। তিনি দি নিউ কুমিল্লা ট্রান্সপোর্ট এজেন্সী, দি নিউ কুমিল্লা মটরস এবং দি নিউ কুমিল্লা অটো মোবাইল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এর সত্বাধিকারী । তাঁর এই ব্যবসা প্রতিষ্ঠান সমূহ পদুয়ার বাজার, বিশ্বরোড় কুমিল্লা থেকে পরিচালিত হচ্ছে।

No comments:

Post a Comment

শাহরাস্তিতে অগ্রাধিকার ভিত্তিক আশ্রয়ণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ

শাহরাস্তিতে অগ্রাধিকার ভিত্তিক আশ্রয়ণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তিতে সরকারের অগ্রাধিকার ভ...