Powered By Blogger

Sunday 23 December 2018

শাহরাস্তিতে হিন্দুসম্প্রদায়ের নিরাপত্তার দাবীতে জাগো হিন্দু পরিষদের স্মারক লিপি প্রদান

সুমন বিশ্বাসঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে  হিন্দুসম্প্রদায়ের  নিরাপত্তার দাবী জানিয়ে চাঁদপুর জেলার শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহ অালম ও উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ) বরাবর জাগো হিন্দু পরিষদ শাহরাস্তি শাখার কমিটির প্রতিনিধিগণ। রবিবার ২৩ই ডিসেম্বর  এ স্মারক লিপি প্রদান করেন।চাঁদপুর জেলার যুন্গ-অাহবায়ক ও শাহরাস্তি শাখার সভাপতি শ্রী জয়জিত সরকার শাহরাস্তি সহ বাংলাদেশের সকল সনাতন ধর্মালম্বীদের নির্বাচন উপলক্ষ্যে আতংকের কথা তুলে ধরেন।তিনি বলেন শাহরাস্তিতে নির্বাচন নিয়ে সংখ্যালঘুদের মধ্যে আতংক বিরাজ করছে।তারা যেন নিরাপদে ভোট দিতে পারে।এতে যেন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে।
শাহরাস্তি মডেল থানার ইনর্চাজ মো: শাহ অালম বলেন, অবশ্যই অামি এমন কোন ঘটনার অাবাস পাই নি,অাপনারা যদি কোন অাবাস পান তাহলে অব্যশই অামাকে জানাবেন।অামরা অাইন মোতাবেক যথাযথ পদক্ষেপ নেব।অন্যদিকে,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ) বলেন, এই বিষয়ে অামাদের থানায় স্পেশাল টিম রয়েছে।অামি অাশা করি এমন কোন ঘটনা শাহরাস্তিতে ঘটবে না।শাহরাস্তি শাখার সদস্য সচিব শ্রী কার্তিক চন্দ্র পাল বলেন, স্যার অাপনারা অামাদের পাশে থেকে অতীতে যে নিরাপত্তা দিয়েছেন তা অাগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে অামরা অাশাবাদী।এই সময়  উপস্থিত ছিলেন জাগো হিন্দু পরিষদ শাহরাস্তি শাখার সম্মানিত  সদস্য  সাংবাদিক সুমন বিশ্বাস,সদস্য দেবাশীষ চন্দ্র ঘোষ, ,শ্রী তপন চন্দ্র দাস,শ্রী সজীব দেবনাথ,শ্রী প্রতাপ চন্দ্র ঘোষ,,শ্রী নয়ন চন্দ্র ঘোষ, ,শ্রী সুজন পাল,শ্রী সুজন দাস,শ্রী রাহুল চন্দ্র প্রমুখ।

No comments:

Post a Comment

শাহরাস্তিতে অগ্রাধিকার ভিত্তিক আশ্রয়ণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ

শাহরাস্তিতে অগ্রাধিকার ভিত্তিক আশ্রয়ণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তিতে সরকারের অগ্রাধিকার ভ...