Powered By Blogger

Tuesday 25 December 2018

ন্যাশনালকর্মীদের চাকরি জাতীয়করনে বিশেষ বেবস্থা নিবঃ নৌকার প্রার্থী মেজর অবঃরফিকুল ইসলাম বীর উত্তম

সুমন বিশ্বাসঃ চাঁদপুরের শাহরাস্তিতে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী  সাবেক  স্বরাষ্ট্রমন্ত্রী  ও বীরমুক্তিযুদ্ধা মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তমের পক্ষে শাহরাস্তি  ন্যাশনাল সার্ভিসকর্মীদের  ব্যাপক গনসংযোগ ও পথসভা মজ্ঞলবার ২৫ইশে ডিসেম্বর মহাসড়কের প্রানকেন্দ্র দোয়াভাজ্ঞা গেইটে অনুষ্ঠিত হয়।  ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদ শাহরাস্তি শাখার উদ্যেগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে  আবারো ক্ষমতায় আনতে নৌকাকে সর্মথন জানিয়ে এক বিশাল মিছিল মজ্ঞলবার সকালে  দোয়াভাজ্ঞায় অনুষ্টিত হয়। এতে টেলিকনফারেন্চে হাজীগজ্ঞ -শাহরাস্তি -৫ নির্বাচনী এলাকার আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম এমপি প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন,  এ যুবরাই সোনার বাংলাদেশ  গড়ার মুল চালিকা শক্তি। প্রগতিশীল ও উন্নতআধুনিক  রাষ্ট্র নির্মাণে নানা কর্মসংস্থানের মাধ্যমে শিক্ষিত তরুন ও যুবকযুবতীরাই বিশেষ ভুমিকা রাখছে। তাই সকল ন্যাশনাল সার্ভিস কর্মীরা আমি বিজয়ী হলে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আপনাদের চাকরি স্থায়ী বিষয়ে বিশেষগুরুত্বের সহিত কথা বলবো।এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ'লীগের সাধারণ সম্পাদক  মোঃ কামরুজ্জামান মিনটু  সবাইকে নৌকা মার্কা ভোট দিয়ে মেজর অবঃ রফিকুল  ইসলাম বীর উত্তম স্যারকে বিজয়ী করতে বিশেষভাবে অনুরোধ জানান। নৌকার জয় হলেই আপনাদের চাকরির স্থায়ী সমাধান হবেই হবে বলে বক্তৃতায়  বলেন। শাহরাস্তি ন্যাশনালসার্ভিস ফোরামের অর্থ সম্পাদক মোঃ রবিউল হাছানের সঞ্চালনায় ও সম্মানিত সদ্স্য সাংবাদিক সুমন বিশ্বাসের সহযোগীতায় এসময় মেহার উঃ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মনির হোসেন, বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদের বিভাগীয় সভাপতি মোঃ মনজুর আলম, সহসভাপতি মোঃ রাশেদুল আলম, উপসম্পাদক রকি সাহা, দপ্তর সম্পাদক মো মনির হোসেন রাজন,শাহরাস্তি শাখার যুগ্ম আহবায়ক মো  পারভেজ,  রফিকুল ইসলাম, মেহেদী হাছান, পলাশ দাস, পলাশ ভৌমিক সহ  এ সংগঠনের সকল কর্মীরা উপস্থিত থেকে নৌকার মার্কার লিফলেট বিতরন করেন।

No comments:

Post a Comment

শাহরাস্তিতে অগ্রাধিকার ভিত্তিক আশ্রয়ণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ

শাহরাস্তিতে অগ্রাধিকার ভিত্তিক আশ্রয়ণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তিতে সরকারের অগ্রাধিকার ভ...