Powered By Blogger

Thursday 21 September 2017

শাহরাস্তির ইছাপুরা উচ্চ বিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থী অসুস্থ্য ॥ হাসপাতালে ভর্তি

শাহরাস্তির ইছাপুরা উচ্চ বিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থী অসুস্থ্য ॥ হাসপাতালে ভর্তি
শাহরাস্তি প্রতিনিধিঃ শাহরাস্তির ইছাপুরা উচ্চ বিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থী আকস্মিক ভাবে অসুস্থ্য হয়েছে। গতকাল ২০ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। হাসপাতাল, বিদ্যালয় ও অসুস্থ্য শিক্ষার্থীর অভিভাবক সূত্রে জানা যায়, ওই দিন সকালে রুপা আক্তার নামে ৮ম শ্রেণির এক ছাত্রী আকস্মিক ভাবে অসুস্থ্য হয়ে পড়ে। ওই সময় কর্তব্যরত শিক্ষক সফিউল আলম বাদল ও সহপাঠি শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। এরপরই একের পর এক শিক্ষার্থী অসুস্থ্য হতে শুরু করে। এ ঘটনাটি চারদিকে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীর অভিভাবকরা বিদ্যালয়ে ছুটে আসে। ঘটনাটি উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্সকে অবহিত করলে তাৎক্ষণিক একটি এ্যাম্বুলেন্স সহ ৫ সদস্যের একটি মেডিক্যাল টিম ঘটনাস্থলে পাঠিয়ে দেয়। ওই সময় আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। শিক্ষার্থীদের শারীরিক অবস্থার অবনতি হলে আহতদেরকে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়। মেডিক্যাল টিমের সহযোগিতায় ছিলেন কমিউনিটি ক্লিনিকের সহকারী মেডিক্যাল অফিসার মোঃ মহিন উদ্দিন, গোফিনাথ চন্দ্র সাহা, সেনিটারী পরিদর্শক মোঃ ফ্যায়দুল্লাহসহ সহযোগী মেডিক্যাল অফিসার বৃন্দ। ওই সময় অসুস্থ্য শিক্ষার্থীদের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা প্রাথমিক চিকিৎসা সেবা দিতে শুরু করে। অসুস্থ্য শিক্ষার্থীরা সংখ্যা বাড়তে থাকায় পুরো বিদ্যালয়ে আতংক বিরাজ করতে থাকে। বিষয়টি চারদিকে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের অভিভাবকরা বিদ্যালয়ে ভিড় জমায়। শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা তাৎক্ষনিক শিক্ষার্থীদের উদ্ধার করে বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার ব্যবস্থা করেন। অসুস্থ্য শিক্ষার্থীদের মধ্যে ১২জন শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। তারা হলেন-৮ম শ্রেণির শিক্ষার্থী তানিয়া, ফাতেমা, তানজিনা সুলতানা, তানজিনা, রাবেয়া, উম্মে হানি, সাবেকুন নাহার, সাবিনা ইয়াসমিন, আফসানা মিমি, পিয়ংকা রানী, মাহমুদা। বাকি শিক্ষার্থীদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় উয়ারুক মেডিল্যাব হসপিটালে ভর্তি করা হয়। বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী সামিয়া আক্তার জানায়, ক্লাস শুরুর আগে রুমা আক্তার নামের ওই শিক্ষার্থী হঠাৎ করে অসুস্থ্য হয়ে পড়ে। এক পর্যায়ে রুমা বমি করতে শুরু করে। তার ওই অবস্থা দেখে পর্যায়ক্রমে অনেকেই অসুস্থ্য হয়ে পড়ে। হাসপাতালে উপস্থিত বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানায়, আমরা সকাল ৬টায় প্রাইভেটের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হই। প্রাইভেট শেষে সাড়ে ৭টায় বিদ্যালয়ের কোচিং করতে হয়। কোচিং শেষে নিয়মিত ক্লাসে উপস্থিত হই। অধিকাংশ শিক্ষার্থী সকালে খালি পেটে বাড়ি থেকে বের হয়ে প্রাইভেট, কোচিং ও নিয়মিত ক্লাস করছে। এতে করে অনেক শিক্ষার্থীই না খেয়ে পুরো দিন স্কুল শেষে বিকেলে বাড়িতে ফিরে। ওই শিক্ষার্থীর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তার ওই ঘটনা দেখে যারা না খেয়ে রয়েছে তাদেরও একই অবস্থার মুখোমুখি হতে হয়েছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া পাটোয়ারী জানান, বিদ্যালয়ের ক্লাস রুমে ৮ম শ্রেণির এক শিক্ষার্থী হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে তাকে দেখে অন্য শিক্ষার্থীরা অসুস্থ্য হয়ে পড়ে। আমরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ অচিন্ত কুমার চক্রবর্তী জানান, অসুস্থ্য শিক্ষার্থীদের শরীরে কোন উপস্বর্গ পাওয়া যায়নি। তারা সবাই গণ-মনোস্তাত্ত্বিক রোগে আক্রান্ত। বর্তমানে সবাই আশংকামুক্ত রয়েছে। এদিকে ঘটনার সংবাদ পেয়ে ঘটনারস্থল ও হাসপাতালে অসুস্থ্য শিক্ষার্থীদের দেখতে আসেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির, টামটা উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ ওমর ফারুক দর্জি, শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা।

No comments:

Post a Comment

শাহরাস্তিতে অগ্রাধিকার ভিত্তিক আশ্রয়ণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ

শাহরাস্তিতে অগ্রাধিকার ভিত্তিক আশ্রয়ণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তিতে সরকারের অগ্রাধিকার ভ...