Powered By Blogger

Wednesday 20 September 2017

শাহরাস্তিতে জঙ্গিবাদ, সন্ত্রাস, নাশকতা, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং বিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশ কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা আরো দায়িত্ব নিয়ে গতিশীল হয়ে কাজ করতে হবে পুলিশ সুপার শামসুন্নাহার

শাহরাস্তিতে জঙ্গিবাদ, সন্ত্রাস, নাশকতা, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং বিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর বুধবার বিকাল ৪টা উপজেলা পরিষদ মিলনায়তনে শাহরাস্তি থানা ও কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক আবদুল মান্নান মোল্লার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার (পিপিএম)। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, চাঁদপুর জেলাকে আমরা সকল ধরণের অপরাধ থেকে মুক্ত করতে শপথ নিয়েছি। সমাজ থেকে মাদক, ইভটিজিং, জঙ্গিবাদ, সন্ত্রাস, নাশকতা প্রতিরোধে আমরা বদ্ধ পরিকর সে লক্ষে প্রতিটি গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে মাদক বিরোধী ফুটবল টুর্ণামেন্ট চলছে। অপরাধ নির্মূলে পুলিশের সাথে কমিউনিটি পুলিশিং দায়িত্ব পালন করে যাচ্ছে তাদেরকে আরো দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। আপনারা প্রত্যেক মাসে কমিউটিটি পুলিশিংয়ের সভার আয়োজন করবেন। প্রতিদিনই কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা চায়ের দোকানে বসে কোথায় কোন অপরাধ সংগঠিত হচ্ছে সে বিষয়ে পর্যালোচনা করবেন। শুধু পুলিশের দিকে চেয়ে থাকলে চলবে না। আপনারা দায়িত্বশীল হয়ে কাজ করবেন। মাদক বিরোধী এ ফুটবল টুর্ণামেন্ট একটি সামাজিক আন্দোলনের অংশ। যার মাধ্যমে তৃণমুল গ্রাম পর্যায়ে মাদক, ইভটিজিং, জঙ্গিবাদ, সন্ত্রাস, নাশকতা প্রতিরোধে ব্যাপক নাড়া পড়বে। সমাজ থেকে সকল অপরাধ নির্মুলে খেলাধুলার বিকল্প নেই। এছাড়াও আমাদের স্কুল-কলেজ পর্যায়ে রচনা প্রতিযোগিতা অব্যাহত রয়েছে। এ সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকের কুফল সম্পর্কে ছেলেমেয়েরা তাদের মধ্যে ভালো মানষিকতা তৈরি হবে। প্রত্যন্ত এলাকায় মাদকের বিরোদ্ধে ব্যাপক নাড়া পড়বে। আমরা সকলেই যার যার অবস্থান থেকে একটু চোখ-কান খোলা রাখলেই সকল ধরণের অপরাধ নির্মূল করা সম্ভব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌর মেয়র হাজী আবদুল লতিফ, সহকারী পুলিশ সুপার মোঃ শেখ রাসেল, শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগ সাধারণ  সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, জেলা কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক মোঃ খায়রুল আলম, শাহরাস্তি উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি অধ্যক্ষ এম এ আউয়াল মজুমদার, শাহরাস্তি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুর হোসেন মামুন, খিলা পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ আশরাফুজ্জামান, উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মোশারফ হোসেন, পৌর কমিউনিটি পুলিশিং সভাপতি নুর মোহাম্মদ মোল্লা, সাধারণ সম্পাদক হাজী আনোয়ার হোসেন মিয়াজী নুর প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান। মতবিনিময় সভায় সাংবাদিক, বিভিন্ন ইউপির চেয়ারম্যান, পৌর কাউন্সিলর ও ইউপি সদস্য, বিভিন্ন ইউনিটের কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment

শাহরাস্তিতে অগ্রাধিকার ভিত্তিক আশ্রয়ণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ

শাহরাস্তিতে অগ্রাধিকার ভিত্তিক আশ্রয়ণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তিতে সরকারের অগ্রাধিকার ভ...