Powered By Blogger

Sunday 29 October 2017

শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদের সনদ ও বৃত্তিপ্রাপ্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ

বুয়েটে যেসব ছাত্র লেখাপড়া করছে অধিক পরিশ্রম করে
নিজেই মেধার মাধ্যমে পরিচিতি লাভ করেছে
--------- ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন
শাহরাস্তি ব্যুরোঃ কোটায় নয় মেধা ভিত্তিকভাবে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার মেধাবী ৬জন ছাত্র-ছাত্রী  চলতি বছর বিসিএস ৩৬তম পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কষ্ট ধৈর্য্যসহকারে লেখাপড়া করায় আজ উত্তীর্ণ হয়েছে শাহরাস্তি উপজেলার মেধাবী ছেলেরা। বুয়েটে যেসব ছাত্র লেখাপড়া করছে অধিক পরিশ্রম করে নিজেই মেধার মাধ্যমে পরিচিতি লাভ করেছে। তিনি আরো বলেন বর্তমান প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার সারা বাংলা ও শাহরাস্তি-হাজীগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা এবং প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই কোনো এলাকার ঘর-বাড়ি বিদ্যুৎ থেকে বঞ্চিত থাকবে না। তিনি গতকাল শুক্রবার বিকালে নুনিয়া ফাজিল মাদ্রাসায় শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদের সনদ ও বৃত্তিপ্রাপ্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে পাওয়ার সেলের মহাপরিচালক ইঞ্জি. মোহাম্মদ হোসেন উপরোক্ত কথা গুলো বলেন। তিনি আরো বলেন আজ যারা শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদের পক্ষ থেকে এ পুরস্কার গ্রহন করেছে তারা আগামীতে মেধাবী ছাত্র হিসেবে ভালো ফলাফল অর্জন করতে পারবে। মোঃ নুরে আলম ফরাজীর সভাপতিত্বে ও রাজীব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা মোঃ মুকবুল আহম্মেদ চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহ কমিটির সদস্য মোঃ মাহবুব আলম চৌধুরী, কেন্দ্রী ছাত্রলীগের কার্যনির্বাহ কমিটির সদস্য মোঃ মীর হোসেন, মোঃ আবদুল্লা আল আমিন সাকী, চিতোষী পশ্চিম ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, সাবেক মেহের ডিগ্রি কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হিরো ও শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদের সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ হাসনাত জুলহাস, মোঃ জাকির হোসেন ফরাজী, মাওঃ মোঃ ইব্রাহীম খলিল, মাওঃ হাফেজ খোরশেদ আলম, মোঃ রেদোয়ান হোসেন, মোঃ আবদুল করিম সেলিম ও মাওঃ হাফেজ সানাউল্যাহ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোঃ হেলাল উদ্দিন। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধায়ন ও সহযোগিতা করেন শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদের সদস্য সচিব মোঃ আজাদ হোসাইন। অনুষ্ঠানে প্রধান অতিথি মেধাবী ১ম স্থান অধিকারী সামি ইবনে জাকির ও ২য় স্থান অধিকারী কামরুল নাহার ইশাসহ প্রায় শতাধীক ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি, ক্রেষ্ট, সনদপত্র ও গাছের চারা তুলে দেন।

No comments:

Post a Comment

শাহরাস্তিতে অগ্রাধিকার ভিত্তিক আশ্রয়ণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ

শাহরাস্তিতে অগ্রাধিকার ভিত্তিক আশ্রয়ণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তিতে সরকারের অগ্রাধিকার ভ...