Powered By Blogger

Sunday 29 October 2017

শাহরাস্তি পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন

শাহরাস্তি ব্যুারোঃ শাহরাস্তি পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন। গতকাল শনিবার বিকাল ৫টায় পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগ কর্তৃক, শাহরাস্তি পৌরসভার বিভিন্ন উন্নয়ন মূলক কাজে এ পরিদর্শনে আসেন। পরিদর্শনে আসেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক মোঃ বজলুর রশিদ, সহকারী পরিচালক মোঃ ফজলুর রহমান। এই সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মাহমুদ কবির চৌধুরী, শাহরাস্তি উপজেলা প্রকৌশলী মোঃ রেজওয়ানুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলীর উপ-সহকারী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মোঃ বাহার উদ্দিন বাহার, প্যানেল মেয়র-২ ছকিনা বেগম, প্যানেল মেয়র-৩ মোঃ মনিরুল ইসলাম, কাউন্সিলর মকবুল আহম্মেদ, মোঃ শাহাব উদ্দিন আলম,মোঃ আবুল হোসেন, ছফিউল্লা মিয়াজী, কাজী আঃ কুদ্দুস, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোঃ হাসানুজ্জামান, প্রধান সহকারী মোঃ নজরুল ইসলাম,হিসাব রক্ষক মানিক লাল ঘোষ,সহকারী এ্যসেসর মোঃ শামছুল আলম, সড়ক বাতি পরিদর্শন মোঃ সাইদুর রহমান, প্রমুখ। প্যানেল মেয়র মোঃ বাহার উদ্দিন বাহার জানান, উক্ত পরিদর্শনে পৌর মেয়র উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু মেয়র এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) সম্মেলনে ঢাকায় থাকায় উপস্থি থাকতে পারেনি।
পৌরসভা কার্যালয় সূত্র জানায়, উক্ত পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন যেমন পানির সরবরাহের পাইপ লাইন, প্রস্থাবিত ট্রিটমেন্ট প্ল্যানেলের স্থান পরিদর্শন, পাবলিক টয়লেট ও গভীর নলকূপসহ বিভিন্ন কাজে পরিদর্শন করে।

No comments:

Post a Comment

শাহরাস্তিতে অগ্রাধিকার ভিত্তিক আশ্রয়ণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ

শাহরাস্তিতে অগ্রাধিকার ভিত্তিক আশ্রয়ণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তিতে সরকারের অগ্রাধিকার ভ...