Powered By Blogger

Thursday 9 November 2017

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণণের আন্তজার্তিক স্বীকৃতি উপলক্ষে শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের আনন্দ র‌্যালি

শাহরাস্তি ব্যুারোঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের আন্তজার্তিক স্বীকৃতি উপলক্ষে শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের আনন্দ র‌্যালি। প্যারিসের ইউনেস্কোর হেডকোয়াটার থেকে ইউনেস্কো কর্তৃক স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭’ই মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য (ওয়াল্ডর্স ডকুমেন্টারি হেরিটেজ) হিসেবে ঘোষণা প্রদান করেন ইউনেস্কোর মহা পরিচালক ইরিনা বোকোভা। এই স্বীকৃতি প্রাপ্তিতে সারা দেশ ব্যাপি ছাত্রলীগের আনন্দ র‌্যালির আয়োজন করা হয়। বাংলাদেশ ছাত্রলীগের শাহরাস্তি উপজেলা শাখাও এই আনন্দ র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ আয়োজন করে। শাহরাস্তি উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ ইমদাদুল হক মিলন ও সাধারণ সম্পাদক মোঃ সোহেল হোসেন এর নেতৃত্বে গত ৬ নভেম্বর সকাল ১১টায় এ আনন্দ মিছিল ও র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু করে মেহের কালীবাড়ি হয়ে ঠাকুর বাজার প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। আনন্দ র‌্যালিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্রাস্তি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, পৌর আওয়ামীলীগের আহ্বায়ক ও পৌর মেয়র হাজী আবদুল লতিফ, উপজেলা আওয়ামীলীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড.এম. আনোয়ার, উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ তোফায়েল আহম্মদ ইরান। শাহ্রাস্তি উপজেলা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহফুজুল কবির। সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ ইমদাদুল হক মিলন, উপস্থাপনা করেন সাধারণ সম্পাদক মোঃ সোহেল হোসেন। সভায় সভাপতির বক্তব্যে বলেন বিএনপি জামাত যদি স্বাধীন বাংলার স্থপতি স্বাধীনতার ঘোষক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের স্বাধীনতার ঘোষণা নিয়ে কোন ধরনের ইতিহাস বিকৃতি করার চেষ্টা করে তাহলে ভবিষ্যতে রাজপথে ছাত্রলীগ তাদের দাঁত ভাঙ্গা জবাব দিবে। সাথে সাথে ইউনেস্কোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আনন্দ র‌্যালিতে অংশ গ্রহণ করেন শাহরাস্তি উপজেলার পৌর, ১০টি ইউনিয়ন ও ৩টি কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকলে কাঁধে কাঁধে মিলিয়ে উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে আগামী দিনের সকল আন্দোলন সংগামে মাঠে কাজ করবে এই প্রত্যাশা ব্যক্ত করা হয় এবং উপজেলা ছাত্রলীগকে নিয়ে কোন ধরনের নোংরামি করা হলে পৌর, ১০টি ইউনিয়ন ও ৩টি কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ স্ব-স্ব অবস্থান থেকে দাঁত ভাঙ্গা জবাব দিবে বলে বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

No comments:

Post a Comment

শাহরাস্তিতে অগ্রাধিকার ভিত্তিক আশ্রয়ণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ

শাহরাস্তিতে অগ্রাধিকার ভিত্তিক আশ্রয়ণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তিতে সরকারের অগ্রাধিকার ভ...